প্রথমবারের মতো ব্যবসার ক্ষেত্রে জোট বাঁধলেন আদানি-আম্বানি
আদানি-আম্বানি ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের। কার্যত ‘প্রতিদ্বন্দ্বী’। কিন্তু প্রথমবারের মতো ব্যবসার ক্ষেত্রে জোট বাঁধলেন তারা। মুকেশ আম্বানির রিলায়েন্স মধ্যপ্রদেশে আদানি পাওয়ারের একটি বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ শেয়ার কিনেছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওই প্ল্যান্ট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি চুক্তিও সই করা হয়েছে।
জানা গেছে, মহান এনার্জেন লিমিটেড নামের ওই সংস্থাটি সম্পূর্ণভাবেই আদানির মালিকানাধীন। রিলায়েন্স এরই ৫ কোটি ইকুইটি শেয়ার কিনেছে। যার মূল্য ৫০ কোটি রুপি। এছাড়াও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে তারা। শেয়ার বাজারে পৃথক ফাইলিংয়ে দুই সংস্থার পক্ষ থেকেই এই বিষয়ে জানানো হয়েছে।
এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী দুই ব্যক্তি হলেন গুজরাটের এই দুই শিল্পপতি। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে কার্যতই টক্কর চলছে। একবার আম্বানি এগিয়ে যান। একবার আদানি তাকে টপকান। সংবাদমাধ্যম ও বিশেষজ্ঞরা এই ‘লড়াই’ নিয়ে প্রবল উৎসাহী। কিন্ত এবার প্রথম তারা হাত মিলিয়েছেন। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আম্বানি যেখানে তেল, গ্যাস, খুচরো, টেলি সেবায় বিনিয়োগে আগ্রহী, সেখানে আদানি মূলত সামুদ্রিক বন্দর, বিমানবন্দর, কয়লা ইত্যাদিতে মনোযোগী। তবে আগামী দিনে নতুন নতুন লক্ষ্য রয়েছে দুই ধনকুবেরের।
সূত্র: এনডিটিভি