সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির

0

সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। একটা খারাপ সময় অতিক্রম করছি। ফ্যাসিবাদী শক্তি সমস্ত জাতির ওপর চেপে ধরে বসে আছে। আমাদের সকল আশা-আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ করে দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন-সংগ্রাম শুরু করেছি।’

সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একদফার আন্দোলনে সকল গণতান্ত্রিক শক্তিকে সমন্বিত করে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি। সেই চূড়ান্ত আন্দোলনে বিজয় হবে ইনশাআল্লাহ।’

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘দেশের ১৮ কোটির মানুষ আজ মজলুম। পুরো দেশের মানুষ আজ জুলুমের শিকার।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।’

রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com