আমরা মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই: মঈন খান

0

আমরা মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাব। বিগত দুই বছর ধরে রাজপথে আছি। রাজপথে এভাবেই আন্দোলন করে যাব। আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি। মানুষের কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।

গতকাল বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে চরনগরদী খেলার মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি আবেদন জানিয়ে মঈন খান বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আমরা সবাই যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারি। হিংসা ও বিদ্বেষ দিয়ে পৃথিবীতে কোনো দেশ উন্নতি করতে পারেনি। কেবল বাহ্যিক উন্নতি হলে হবে না, এ দেশের মানুষের মানুষিক উন্নতি সাধিত করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com