স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাপার শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের এমপির পক্ষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধাঞ্জলি এবং প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের নেতৃত্বে জাতীয় পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।