শেখ হাসিনা ও আমি একসঙ্গে রেডিওতে জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনেছি: ড. ওয়াজেদ মিয়া

0

একাত্তরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা ২৭ মার্চ ৭১ এ শেখ হাসিনা নিজ কানে শুনেছেন। আণবিক শক্তি কমিশনের বিজ্ঞানী ড. মোজাম্মেল হোসেনের মালিবাগ চৌধুরীপাড়া ঝিলপাড়ের বাড়িতে থেকে শেখ হাসিনা ও ড. ওয়াজেদ মিয়া একসঙ্গে ওই ঘোষণা শুনেছিলেন। রেডিওতে প্রচারিত ঘোষণাটি শুনে সেদিন উজ্জীবিত হয়েছিলেন তারা।

১৯৯১ সালের ৬ ডিসেম্বর দৈনিক বাংলার সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদাল আহমদকে দেয়া এক দীর্ঘ সাক্ষাতকারে সেই কাহিনী বর্ণনা করেছিলেন শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া। যেন এক দুঃসময় শিরোনামে সাক্ষাতকারটি দৈনিক বাংলার ১৬ ডিসেম্বর বিজয় দিবস সংখ্যায় প্রকাশিত হয়, সাক্ষাৎকারে একাত্তরে শেখ হাসিনার বন্দিজীবন সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ড. ওয়াজেদ মিয়া স্বাধীনতার ঘোষণা শোনার ঐতিহাসিক তথ্যটি প্রকাশ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com