মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকা থেকে ৩১ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

0

মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকা থেকে ৩১ কেজি গাঁজাসহ মোছা. মাজেদা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (২৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদীখান থানাধীন মালখানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.