সারা বিশ্বে মনুষ্যত্বের অভাব: শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সারা বিশ্বে মনুষ্যত্বের অভাব। একদিকে মানবাধিকারের কথা বলে আরেকদিকে গাজায় মানুষদের মারছে। আমরা ধর্মও পালন করি আবার গোডাউনে সব জমা করি বেশি লাভ করতে।
শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাঁধন কমিউনিটি সেন্টার ও গ্র্যান্ড হলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, রাসূল (সা.) বিদায় হজে বলে গিয়েছিলেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে শেষ হয়ে গেছে। আজ এখানে পরিবেশ কত সুন্দর। এখানে সকল ধর্মের লোক আছে। মুসলিমরা একটু পরে খাবে সেজন্য হিন্দু ভাইরাও বসে আছে। ধর্ম আমরা পালন করবো রেজাল্ট দেখবে আল্লাহ। আমরা ধর্মকে জটিল করে ফেলি। অনেকে মাযহাব দিয়ে ভাগ করে। রাসূল বলেছেন কোরআন ফলো করতে আর তাকে ফলো করতে।
এ সংসদ সদস্য বলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আগামীকাল থাকব কিনা জানি না। মৃত্যু বলে কয়ে আসে না। কোন বয়সে মৃত্যু আসবে জানি না। পৃথিবীতে একটাই সত্য, আমাদের যেতে হবে। এটা আমরা কেন যেন বিশ্বাস করতে পারি না। এটা বিশ্বাস করলে মনুষ্যত্ব কমে না।