প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রশ্রয় দেন না, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে: মুজিবুর

0

চট্টগ্রামের বাঁশখালী-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়নে তিনি দিনরাত পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রশ্রয় দেন না, তিনি দুর্নীতিকে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। আমিও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে বাঁশখালী পৌরসভাস্থ ২নং ওয়ার্ড উত্তর জলদীর সর্বজনীন বোধিচৈত্য বিহারে আয়োজিত বোধিমেলার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি মুজিবুর রহমান সিআইপি আরও বলেন, আমি এক টাকাও দুর্নীতি করবো না। উন্নয়নের টাকা পকেটে নেব না। সরকারের দেওয়া বরাদ্দ উন্নয়নকাজেই ব্যয় করবো। তাই কেউ দুর্নীতি করলেও ছাড় দেব না। পুরো উপজেলাকে উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাঁশখালী হিসেবে গড়ে তুলবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com