দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই: দুদু
দেশে কোনও গণতন্ত্র নাই, আইনের শাসন নাই জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে খুব দ্রুতই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারও উদ্বিগ্ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা নিয়মিত শুনবেন, দেখবেন তিনি ভীষণ উদ্বিগ্ন। ওবায়দুল কাদেরের জন্য দোয়া করি আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কারণ অনেক কিছুই তিনি দেখতে পারবেন খুব শিগগির।
গতকাল শনিবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে কোনও গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, দীর্ঘদিন ধরে কোনও সরকার নাই, এর কৈফিয়ত কার কাছে চাইবো তার উপায় নাই। ফিলিস্তিনির পার্শ্ববর্তী দেশ ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি দখল করে নিয়েছে একইভাবে মনে হচ্ছে আমার বাংলাদেশ দখল করে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে। সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না। এদেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না।’
দুদু বলেন, ‘এই সরকারের মতো দুর্নীতিবাজ সরকার বাংলাদেশের মানুষ গত ১০০ বছরেও দেখেনি। ব্যাংকের কথায় ধরেন, সরকারি বা বেসরকারি যে ব্যাংকে মানুষ টাকা রেখে নিশ্চিন্তে আছে! সারাক্ষণ মানুষ চিন্তা করে তার টাকা এই আছে এই নাই।’