দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির: কামরুল

0

বিএনপি দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে ভারতীয় পণ্য বর্জনের হাস্যকর পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হঠাৎ তার গায়ের শালটি ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দিলেন। এটা একটা হাস্যকর ঘটনা, ভারতের পণ্য বয়কট করতে হবে। সব সময় আমাদের পণ্য ভারতে যাচ্ছে, ভারতের পণ্য আমাদের দেশে আসছে। আজকের যুগে সবার সাথে সবার বাণিজ্যের সম্পর্ক। এই বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করতে, আমাদের অর্থনীতিকে অচল করতে, অস্থিতিশীল করতে তাদের (বিএনপি) এই হাস্যকর পদক্ষেপ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com