বিএনপির সঙ্গে ‘ভারতীয় পণ্য’ বর্জনে সংহতি ১২ দলীয় জোটের
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর আগে বৃহস্পতিবার ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানিয়েছিলেন। এবার বিএনপির সঙ্গে সংহতি জানিয়ে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোট।
‘ভারতীয় আগ্রাসন ও ভারতীয় পণ্য বর্জন’ আন্দোলনে সংহতি প্রকাশ করায় শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জানিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা রিজভী আহমেদ ও বিএনপির অন্যান্য নেতাদের হাতে ভারতীয় পণ্য বর্জনের টি শার্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান ও বাংলাদেশ কল্যাণ পার্টির সামসুদ্দিন পারভেজ।