তিন হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করল আওয়ামী লীগ

0

প্রায় তিন হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। শনিবার দলটির তেজগাঁও কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় চাল, ডাল, ছোলা, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপণ্যের প্যাকেজ বিতরণ করা হয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের জন্য ইফতার পার্টি করে। আর আমরা মানুষের খাবারের আয়োজন করি।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইফতার পার্টি না করে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করতে দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশ তা পুরো ঢাকা শহরসহ সারাদেশে অব্যাহত রাখতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com