তিন হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করল আওয়ামী লীগ
প্রায় তিন হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। শনিবার দলটির তেজগাঁও কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় চাল, ডাল, ছোলা, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপণ্যের প্যাকেজ বিতরণ করা হয়।
ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের জন্য ইফতার পার্টি করে। আর আমরা মানুষের খাবারের আয়োজন করি।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইফতার পার্টি না করে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করতে দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশ তা পুরো ঢাকা শহরসহ সারাদেশে অব্যাহত রাখতে হবে।