বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইমামের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে ইমামকে মারধর

0

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইমামের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে এক প্রভাবশালীর বিরুদ্ধে জামে মসজিদের ইমামকে বেদম মারধরের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত (১৯ মার্চ) মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ঘিলাতলী জামে মসজিদে জোহরের নামাজের সময় ।

সূত্রে জানা যায়, ঘিলাতলী জামে মসজিদে জোহরের নামাজ পড়তে যান একই এলাকারই স্বনামধন্য আলেম মাওলানা মোহাম্মদ ইউনুছ। মাসয়ালা অনুযায়ী ইমামের পিছনে হাফশার্ট পরা মুসল্লিকে না দাঁড়িয়ে এক হাফেজকে ইমামের পেছনে দাঁড়ানোর অনুরুধ করেন তিনি।

এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী আবদুস ছালাম তার মেয়ে, পুত্রবধূসহ আত্মীয়স্বজনদের ডেকে এনে মাওলানা ইউনুছকে মসজিদ থেকে টেনে হিঁচড়ে বাহিরে এনে বেদম মারধর করেন। এতে গুরুতর আহত হলে মাওলানা ইউনুছকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে ডাক্তার তাকে তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

হাসপাতালের বেডে শুয়ে মাওলানা ইউনুছ জানান, আমি ইসলামের দৃষ্টিতে ইমামের পেছনে একজন হাফেজকে দাঁড়াতে অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী আব্দুস সালাম তার আত্মীয়-স্বজনদের ডেকে এনে আমাকে বেদম মারধর করেন এবং ওই দিন জোহরের নামাজ জামাতে পড়তে দেননি মুসল্লিদের।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে একজন আলেমের ওপর ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান সচেতন মহল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com