স্বাধীনতার পর শত শত মুক্তিযোদ্ধা হত্যা করেছে মুক্তিযুদ্ধের চেতনার লেবাসধারী আ.লীগ: ইশরাক
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবিদার আওয়ামী লীগ স্বাধীনতার পর অনেক বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। আওয়ামী লীগের কোনো নেতা সম্মুখ যুদ্ধে অংশ নেননি। যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনার লেবাসধারী আওয়ামী লীগই গণতন্ত্র হত্যাকারী।
গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) নয়াবাজারের শামসাবাদ ঢাকা পার্টি সেন্টার ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, আজকে সত্য কথা বললে, সরকারের দুর্নীতি ও লুটপাটের কথা বললে তাকে রাজাকার বলে আখ্যা দেওয়া হয়, এমনকি মুক্তিযুদ্ধের সম্মুখযুদ্ধা ও সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে নিয়েও বিতর্ক করতে তাদের দ্বিধা হয় না। আওয়ামী লীগ না করার অপরাধে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হচ্ছে না, অথচ ৭১ সালে যাদের জন্মই হয়নি তাদের অনেককেই আজ মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে।
সরকার রাজাকারদের বিচার করেছে উল্লেখ করে ইশরাক বলেন, কোন রাজাকার? যারা সরকারের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিচার করা হয়েছে। অথচ অনেক চিহ্নিত রাজাকার ও তাদের পরিবারকে যখন আত্মীয় বানানো হয়, তখন কোথায় থাকে নীতি আদর্শ? যখন আওয়ামী লীগ করার সুবাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না, তখন কোথায় থাকে আইন?