মাহে রমজান হচ্ছে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আন্দোলনের প্রশিক্ষণের মাস: ছাত্রশিবির

0

সামর্থবানদের সম্পদে দরিদ্রদের হক রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

পবিত্র মাহে রমাদান উপলক্ষে রমাদান ফুড প্যাক উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম রমাজান ফুড প্যাক উপহার প্রদানকালে এ কথা বলেন। এ সময় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামসহ সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন,‘মাহে রমজান হচ্ছে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আন্দোলনের প্রশিক্ষণের মাস। তাই মাহে রমাজানের শিক্ষা রমাজানেই বাস্তবায়ন করতে হবে। রমাজান আমাদেরকে সংযমের মাধ্যমে সামাজিক ভেদাভেদ ও শ্রেণি বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমাজানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। এ সাহায্য কোনো দয়া নয়। বরং সামর্থবানদের সম্পদে দরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করলে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।’

তিনি বলেন,‘হক আদায় করে রোজা পালনের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে সুযোগ ও সহায়তা দরকার ছিল তা থেকে জনগণ বঞ্চিত। উল্টো সরকারই মাহে রমজানকে সামনে রেখে বাজারকে অস্থিতিশীল করে রেখেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ইফতার আয়োজনকে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মদদে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা ইফতার মাহফিলে রোজাদার শিক্ষার্থীদের ওপর হামলা করে তাদের রক্তাক্ত করছে। ইসলামী ছাত্রশিবির এমন ইসলাম বিদ্ধেষ ও বর্বরতার নিন্দা জানায়।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com