শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার: মঈন খান

0

শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, সরকার সব ধ্বংস করে দিয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে ধানমন্ডিতে ব্যারিস্টার রুহুল কবির কাজল ও ওসমান চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আ.লীগ ভীতু। জনগণের সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য।’

মঈন খান বলেন, ‘দেশে যখন একদলীয় সরকার কায়েম হয়, তখন পরিস্থিতি এখনকার মতোই হবে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

এ সময় মেজর হাফিজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে, সরকার তত হেয় হচ্ছে। এতে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে সরকার বিরোধী দলগুলোকে কিভাবে আয়ত্তে আনতে চেয়েছিল।’

সরকারের সবধরনের কৌশল ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com