ভারতীয় পণ্য বর্জন: গায়ের ‘ভারতীয় চাদর’ ছুড়ে ফেলে দিলেন রিজভী
নিজের গায়ে থাকা ‘ভারতীয় চাদর’ জনসম্মুখে ছুড়ে ফেলে দেশটির ‘পণ্য বর্জন ক্যাম্পেইনে’ সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২০ মার্চ) নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নিজের কাছে চাদরটিকে ‘ভারতীয় পণ্য’ উল্লেখ করে তা ছুড়ে ফেলে দেন তিনি।
এরআগে বক্তব্যে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্রই এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে।’
‘সুতরাং জনগণের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিসহ ৬৩টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের’ এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে বলে জানান রিজভী।