সিন্ডিকেট দ্রব্যমূল্যকে জনগণের ক্রয় সীমানার বাইরে নিয়ে গেছে: ভাসানী অনুসারী পরিষদ

0

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, আজ যখন জনগণ বাজারে যায়, তখন মাথায় হাত দিয়ে, চোখের পানি ফেলে বাজার থেকে ফিরে আসতে হয়। সিন্ডিকেট দ্রব্যমূল্যকে জনগণের ক্রয় সীমানার বাইরে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘বর্তমান সরকার দ্রব্যমূল্যকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে পারছে না। এই সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ভোটারবিহীন নির্বাচনের কারণে সরকার কোথাও নিয়ন্ত্রণ করতে পারছে না। যার জন্য এ দেশে একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা দরকার।’

তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছি। একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা জনগণের মাঝে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু আজ যখন জনগণ বাজারে যাই, তখন মাথায় হাত দিয়ে, চোখের পানি ফেলে বাজার থেকে ফিরে আসতে হয়। সিন্ডিকেট সরকারেরই লোক। যারা সরকারের সুবিধাভুক্ত তারাই দ্রব্যমূল্যকে জনগণের ক্রয় সীমানার বাইরে নিয়ে গেছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com