দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে আবারও গুলিবর্ষণ

0

ছাত্ররা বলেছে, গতরাতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি স্কুটি চড়ে এসে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটের সামনে গুলি চালায়। তাদের একজনের গায়ে লাল জ্যাকেট ছিলো।  এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভি, এএনআই, কলকাতা২৪

দিল্লিতে সিএএবিরোধী আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। আন্দোলনকারীদের ওপরে আঘাতও আসছে বারবার। গত চারদিনে এই নিয়ে তিনবার বন্দুক হামলা চালানো হলো সিএএবিরোধী আন্দোলনকারীদের ওপরে। অব্যাহত এই সন্ত্রাসী ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার রামভক্ত গোপাল নামে এক কিশোর পুলিশের সামনেই নাটকীয় কায়দায় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চালায়। সেদিন আহত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র শাদাব।

এরপর গেলো শনিবার শাহিনবাগের কাছে জশোলা রেড লাইটের কাছে শূন্যে গুলি চালায় এক যুবক। ভিডিওতে দেখা যায়, ওই যুবক বলছে, এই দেশ কারও হিসেবে চলবে না। শুধু হিন্দুদেরই চলবে।

অবশ্য গতকাল রাতের গুলিবর্ষণের ঘটনার আগেই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন। অপসারণ করা হয়েছে সাউথ-ইস্ট দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চিন্ময় বিশওয়ালকে।

জামিয়ার গেইটে গুলিবর্ষণের পর পরই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়। দুস্কৃতিকারিদের ব্যবহৃত বাহন নিয়ে একাধিক তথ্য পাওয়া গেছে। কেউ বলেছেন, তারা স্কুটিতে চেপে এসেছিলো। আবার কেউ কেউ বলছেন, চার চাকার গাড়িতে চড়ে এসেছিলো দুর্বৃত্তরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com