শান্তিপূর্ণ প্রতিবাদীদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে ভারত
শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ কোনো অপরাধ হতে পারে না। কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধীদের বিরুদ্ধে বিদ্বেষী বক্তব্য দিয়েছেন বিজেপি নেতারা। এছাড়া সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস আচরণের সমালোচনাও করা হয় প্রতিবেদনে। অ্যামনেস্টি.ওআরজি, এনিউজ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার নির্বাহী পরিচালক অভিনাশ কুমার জানান, ‘অধিকাংশ বিক্ষোভকারী শাািন্তপূর্ণ অবস্থানে থাকলেও তাদের বিরুদ্ধে বিদ্বেষী বক্তব্য দিয়ে রাজনৈতিক নেতারা তাদের সহিংস হতে বাধ্য করছেন।’ সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির এক অনুসন্ধানে দেখা যায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বারানসিতে অনেক বিক্ষোভকারী আহত হলেও তারা নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা নিতে ভয় পাচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে তারা দূরবর্তী এলাকায় চিকিৎসা নিচ্ছেন।
অভিনাশ কুমার দাবি করেন, সরকারের বিভাজনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে সাধারণ মানুষ কিন্তু এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে উস্কানি দিচ্ছেন সরকারি কর্মকর্তারা, যা রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। অ্যামনেস্টির আশঙ্কা, সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে ভারতজুড়ে অনেক মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে। এছাড়া বিক্ষোভকারীদের দমনে সরকারের ভয়ভীতি প্রদর্শন, তাদের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র, দেশবিরোধী আখ্যা দেয়া এবং গ্রেপ্তারের ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।