জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিজয় আসবেই: নজরুল

0

বিএনপির আন্দোলন চলছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিজয় আসবেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন।

শনিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিতো। যারা গরিব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে, জনগণ তাদের ক্ষমা করবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com