মিয়ানমার সীমান্তে অস্থিরতা চলমান থাকলেও থেমে নেই মাদক পাচার
গত ৩ মাসের বেশি সময় ধরে সীমান্তের ওপারে সংঘাত বেড়েই চলছে। মিয়ানমার সীমান্তে অস্থিরতা চলমান থাকলেও থেমে নেই মাদক পাচার। গুলি, মর্টার শেলের প্রচণ্ড শব্দ সীমান্তবাসীর হৃদয়ে কাঁপন ধরালেও কাঁপন ধরেনি ইয়াবা কারবারিদের বুকে।
এবার নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মার্চ) ভোরে টেকনাফ-২ বিজিবির এক অভিযানে এ মাদক জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।