সরকারের প্রতিষ্ঠানগুলো একটি কায়েমি শাসন তৈরি করেছে: সাকি

0

সরকারের প্রতিষ্ঠানগুলো একটি কায়েমি শাসন তৈরি করেছে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, জনগণ আগুনে পুড়ে মরতে চায় না। অগ্নি নির্বাপণ ব্যবস্থা গড়তে হলে হয়রানিমুক্ত উদ্যোগ নিতে হবে। লোক দেখানো অভিযান ও গ্রেফতার নাটক বন্ধ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর হাতিরপুলের আগুন লাগা রাজ কমপ্লেক্স ভবন দেখতে এসে তিনি একথা বলেন।

সাকি বলেন, সরকারের প্রতিষ্ঠানগুলো একটি কায়েমি শাসন তৈরি করেছে। কিন্তু সাধারণ জনগণ তাদের জীবনের নিরাপত্তা চায়। তারা এভাবে আগুনে পুড়ে মরতে চায় না। সরকারি প্রতিষ্ঠানগুলোর নির্জীবতার কারণে মানুষ যখন দেখেছে নিয়ম-কানুন এড়িয়ে অনেক কিছু করে ফেলা সম্ভব হচ্ছে তখন তারা এসব কাজ করছে। নিয়মকানুন কার্যকর হলে এ ধরনের দুর্ঘটনা ও বেআইনি কার্যক্রমগুলো ঘটবে না।

তিনি বলেন, এসব নিয়ম কার্যকর করার দায়িত্ব সরকারের। কিন্তু দুর্ঘটনার পর সরকারের কোন লোক জবাবদিহিতা আওতায় আসে না। সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে সমস্যার সমাধান হবে না। মূল গণ্ডগোল হচ্ছে সরকারের প্রতিষ্ঠানগুলোর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com