জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।
রোববার দুপুরে বিক্ষোভে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার বলেন, নির্বাচনে ফলাফল প্রকাশে দীর্ঘ সময় প্রমাণ করে এ নির্বাচন কারচুপির।
তিনি বলেন, নির্বাচনের ফলাফলের যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে তার চাইতে অনেক কম ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেননি। যে ফলাফল ঘোষণা হয়েছে সেটি সম্পূর্ণ মনগড়া একটি সাজানো ফলাফল। এ ফলাফল এর মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করছি।
দুপুর ২ টায় বিক্ষোভ অংশগ্রহণ করে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ন্যূনতম সুষ্ঠু কোন ভোট হয়নি। এরকম নির্বাচন আমরা কখনই প্রত্যাশা করেনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।
তিনি বলেন, হরতালের দাবি সাধারণ জনগনের কাছ থেকে এসেছে। আর আমরা সাধারণ জনগণের পাশে আছি তাদের পক্ষে আছি।
হরতাল সাধারণ মানুষের মাঝে দুর্ভোগ সৃষ্টি করে এই বিষয়ে আপনার মন্তব্য কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতালকে কেন্দ্র করে দৃশ্যমান কিছু আমরা দেখছি না। দুই সিটিতেই স্বতঃস্ফূর্তভাবে সকলেই এ হরতাল পালন করছে।