ভেনিজুয়েলার ওপর কঠোর যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করল যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার দেশটির শীর্ষ আদালত প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধী প্রার্থী মারিয়া করিনা মাচাদোর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার দিন কয়েক পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন পদক্ষেপ এলো।
মাচাদো ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ঐক্যের প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনি প্রাইমারিতে বড় জয় পান। তবে শুক্রবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তার ওপর ১৫ বছরের নিষেধাজ্ঞা বহাল রাখে। এ প্রেসিডেন্ট প্রার্থী নিষেধাজ্ঞা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।