দেউলিয়া দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ: ডা. ইরান

0

আওয়ামী লীগ ৭ জানুয়ারি তামাশার নির্বাচন করে দেউলিয়া দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পুরানা পল্টন কলেজ গেটে ‘ডামি নির্বাচনের তামাশার সংসদ ভেঙে নতুন তফসিল ঘোষণার দাবি’তে লেবার পার্টি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে একই দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে কালো পতাকা মিছিল করেন লেবার পার্টির নেতাকর্মীরা। মিছিলটি পুরানা পল্টনে শুরু হয়ে বিজয়নগর, পল্টন মোড়, হাউজবিল্ডিং, সচিবালয়, প্রেসক্লাব হয়ে তোপখানা রোডে গিয়ে শেষ হয়। পরে পুরানা পল্টন কলেজ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ডামি নির্বাচনের পাতানো সার্কাসের এমপি-মন্ত্রীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শেখ হাসিনার সরকারের অবস্থা নড়বড়ে, তাদের জনভিত্তি শূন্যের ঘরে। যেকোনো সময় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। তাই শেখ হাসিনা ও কাদেররা আবোল তাবোল বকছেন। আমরা তামাশার সংসদকে কালো পতাকা দেখিয়ে গণঅনাস্থা প্রকাশ করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com