দিনে-দুপুরে পুলিশ কর্মকর্তা হত্যার ১১ বছর: বিচার শুরু হয়নি আজও

0

২০১৩ সালের ২৯ আগস্ট হত্যার শিকার হন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান। রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের নিজ বাসায় দিনে-দুপুরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। পরদিন ৩০ আগস্ট তার মেয়ের জামাতা রামপুরা থানায় মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বদল হন চার বার। হত্যাকাণ্ডের পাঁচ বছর পর অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর পার হয়েছে আরও ছয় বছর। তবে বিচার শুরু হয়নি হত্যাকাণ্ডের ১১ বছরেও।

বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক কাদের বিন কাদেরের আদালতে এ হত্যাকাণ্ডের চার্জ (অভিযোগ) গঠনের জন্য অপেক্ষমান রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com