এই নির্বাচন ক্ষমতা হস্তান্তরের জন্য নয়, ক্ষমতা নবায়নের কৌশল মাত্র: আ স ম রব

0

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘এই নির্বাচন ক্ষমতা হস্তান্তরের জন্য নয়, ক্ষমতা নবায়নের কৌশল মাত্র। এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা-বিহীন তামাশাপূর্ণ নির্বাচন গণতান্ত্রিক বিশ্বের কেউ মেনে নেবে না, বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা ধরনের বৈশ্বিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে।’

বুধবার রাজধানীর উত্তরার বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ‘শুধু ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়া এবং পরাশক্তির হাতের খেলনায় পরিণত করার ভয়ঙ্কর রাজনীতি থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে। সকল বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তি, গায়েবি মামলা প্রত্যাহারসহ অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে, পরবর্তী ৯০ দিনের মধ্যে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাই হবে সঙ্কটের আশু সমাধান। যদিও রাষ্ট্রীয় রাজনৈতিক আমূল সংস্কার ছাড়া সঙ্কটের স্থায়ী সমাধান সম্ভব নয়, তবুও রাজনৈতিক সহিংসতা, রক্তপাতের সম্ভাব্য পরিস্থিতি এড়াতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। ফলে এই ডামি নির্বাচন বর্জন করা প্রজাতন্ত্রের সকল নাগরিকের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com