দেশের জনগণ এই নির্বাচন মেনে নেবে না, তারা শেখ হাসিনার পতন চায়: সেলিমা রহমান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের জনগণ তারা এই নির্বাচন মেনে নেবে না। তারা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চায়। স্মার্ট বাংলাদেশে সরকারের কিছু সুবিধাভোগী মানুষ সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন আহ্বানে লিফলেট বিতরণের আগে এসব কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, আজকে বাংলাদেশের সবাই জানে, একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। সে নির্বাচন একদলীয় বাকশালের নির্বাচন। যেটা হয়েছে গেছে ৭ জানুয়ারি শুধু ঘোষণা দেবে। সবাইকে দেখিয়ে নাটক করার জন্য।

সবাই এই সরকারের পতন চায় জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, এরা বিরোধীদলকে বিচ্ছিন্ন করতে চায়। নিজেরা আগুন দিয়ে বিএনপির নামে দোষ দিচ্ছে। কিন্তু এ দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার দেশের অর্থনীতির সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ব্যাংক থেকে লুটপাট করে শেষ করে দিয়েছে। জোর করে দেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে।

ভারত কি আমাদের দেশের নির্বাচনে প্রার্থী দেয় এমন প্রশ্ন রেখে সেলিমা বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছে। এ ঘোষণায় সরকারের কিছু সুবিধাভোগী মানুষ স্মার্ট বাংলাদেশের সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com