দেশ বাঁচাতে শেখ হাসিনা সরকারকে না বলুন: ১২ দলীয় জোট

0

নাগরিকদের প্রতি দেশ বাঁচানোর আহ্বান জানিয়ে ক্ষমতাসীন সরকারকে ‘না’ বলতে অনুরোধ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে শেখ হাসিনার পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে ১২ দল।

পরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতারা। সে সময় দেশবাসীর প্রতি সরকার ও শেখ হাসিনাকে না বলার আহ্বান করেন তারা।
১২ দলীয় নেতারা বলেন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ লিডারস সামিট ২০২৩ এর বক্তৃতায় সরকারপ্রধান শেখ হাসিনা বলেছিলেন, ‘বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন। ’ উনি বিশ্ব নিয়ে চিন্তা করেন। অথচ নিজের দেশের মানুষকে ভাতে ও আঘাতে মারতে শুরু করেছেন তিনি! জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্রকে হত্যা করে চলেছেন! তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে শেখ হাসিনাকে না বলুন।

তারা বলেন, আওয়ামী লীগ জোর করে নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করিয়েছে। এখন আবার ওবায়দুল কাদেররা বলেন নির্বাচন কমিশন চাইলেই নির্বাচন পেছাতে পারবেন। কারণ, তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের পতনকে অনুভব করতে পারছেন।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে জোট নেতারা আরও বলেন, বর্তমানে দেশে চরম পরিস্থিতি বিরাজ করছে। শহর-গ্রামের মানুষের অবস্থা এখন দুর্ভিক্ষের তালিকায় পৌঁছে গেছে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com