সরকার আবার একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায়: সাকি

0

সরকার আমাদের দেশকে খাদের মধ্যে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘সরকার আবার একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায়। সরকার একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু আসলে পুরো দেশকে নিয়ে খাদের দিকে এগোচ্ছে। তারা আমাদের দেশকে খাদের মধ্যে ফেলতে চায়।’

সোমবার (২০ নভেম্বর) ‘একতরফা’ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলন চলছে, চলবে। সরকার ভাবছে, পুলিশ, বিজিবি, র‍্যাব দিয়ে দমন-পীড়ন করে একতরফা নির্বাচন পার করে ফেলবে। তারা আরেকটি নির্বাচন করে ক্ষমতা নবায়ন করবে। তারপর বিদেশিদের পায়ে ধরে সব ব্যবস্থা করে ফেলবে।’

গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘সরকার যেকোনও মূল্যে একটি নির্বাচন করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সেদিকে সরকারের কোনও মনোযোগ নেই।’

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রিকে গরুর হাটের সঙ্গে তুলনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা আজও দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার কোরবানির হাটে গরু কিনতে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়লো। কোরবানির হাটে ৫-১০ জন মিলে যেভাবে গরু কিনতে যায়, তারা এখন সেভাবে আওয়ামী লীগের অফিসে দল ধরে নির্বাচনী টিকিট কিনতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘মনোনয়ন ফরম কিনতে আসা ব্যক্তিরা মনে করছে, যেহেতু এবার আরেকটা সাজানো একতরফা নীল নকশার নির্বাচন হবে, তাই কোনোভাবে যদি তারা আওয়ামী লীগের একটা টিকিট পেয়ে যায় তাহলে এমপি হওয়া নিশ্চিত। আগের দিনের রাজা-বাদশারা যেভাবে তালুকদারি লিজ দিতো সেভাবে নৌকার টিকিট বিক্রি করে আগামী পাঁচ বছরের জন্য দখলদারিত্বকে নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com