নির্বাচনের ঘোষিত তফশিল বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ইসলামী দলগুলোর

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সমমনা ইসলামী দলগুলো।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে দলগুলো। জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

অন্যদিকে তফশিলের প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘সমমনা ইসলামী দলগুলো’। পরে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। পরে পল্টন ও বিজয়নগর সড়কে বিক্ষোভ করেন দলগুলোর নেতাকর্মীরা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ঘোষিত তফশিল বাতিলসহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘মাজা ভাঙা নির্বাচন কমিশন যে তফশিল ঘোষণা করেছে, এই তফশিলকে আমরা ঘৃণা করি। এই কমিশনের পদত্যাগ চাই। কোনো সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি, আপনারাও (আওয়ামী লীগ) পারবেন না। আপনি (প্রধানমন্ত্রী) নিরপেক্ষ ভোট দিয়ে দেখুন, দেখা যাবে আপনি কত ভোট পান।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি সম্মান নিয়ে ক্ষমতা ছাড়েন। না হয় তফশিল বাতিল ঘোষণা করে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।’

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে অথচ গণতন্ত্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তফশিলের পর আওয়ামী সরকার আনন্দ মিছিল করছে, এতেই বোঝা যায় এটা প্রহসনের নির্বাচন। আমরা নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই। আপনারা আওয়ামী কর্মীদের কন্ট্রোল করতে পারেন নাই, তারা বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করছে। এই তফশিল আমরা মানি না।’

তিনি বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। অবৈধ সরকারের নীলনকশার এই তফশিল বাতিলের দাবিতে আমাদের আন্দোলন। এই তফশিল আমরা মানি না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com