কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল চলছে, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল চলছে। আগামী জানুয়ারি মাসে ফাইনাল খেলা হবে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে বিএনপি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। কাউকে ছাড়া হবে না।