বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে: এলডিপি

0

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন আজ। অবরোধের সমর্থনে সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলে বিক্ষোভ মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, ভাইস চেয়ারম্যান মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলা দল, গণতান্ত্রিক যুব দল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীরা।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল বলেন, যতক্ষণ পর্যন্ত এই জনপ্রতিনিধিবিহীন সরকার পদত্যাগপত্র জমা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। দেশবাসী শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছে। এই সরকার বিদায় নেবে এটাই শেষ কথা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com