বিনা দোষে আটক বন্দিরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে কারাগারে মানবেতর জীবনযাপন করছেন: বিএনপি

0

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত ‘বাংলাদেশের কারাগারে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হয়েছে, যাদের অধিকাংশ বিরোধীদলীয় নেতাকর্মী’ শীর্ষক একটি প্রতিবেদন উদ্ধৃত করে বিবৃতি দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সোমবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘বিনা দোষে আটক বন্দিরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। এটি পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘন। সম্প্রতি গত হওয়া বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এখনও পুরোপুরি শেষ হয়নি। স্বল্প জায়গায় এতো মানুষ থাকার কারণে তারা করোনাসহ নানা ধরনের ফুসফুস সংক্রমণের ঝুঁকিতে আছেন।’

বাংলাদেশ যক্ষ্মা জন্য একটি চরম ঝুঁকির দেশ উল্লেখ করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, ‘একসঙ্গে অনেক মানুষ থাকালে সেই ঝুঁকি মারাত্মকভাবে বাড়ে যায়। এছাড়া নিউমোনিয়া ও ফুসফুসের অন্যান্য সংক্রমণেও আক্রান্ত হচ্ছেন কারাবন্দিরা।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন-টাইফয়েড, ডিসেন্ট্রি কিংবা হেপাটাইটিসের সংক্রমণের হারও অনেক বাড়ছে। একইসঙ্গে নানা ধরনের চর্মরোগ, কিডনিতে সংক্রমণ এবং কিডনি অকার্যকর হয়ে পড়ছে অনেক বন্দির। এছাড়া চলমান ডেঙ্গু মহামারি নিয়ে পুরো দেশই যখন বিপর্যস্ত তখন কারাবন্দি নির্যাতিত ওই মানুষগুলোর জন্য যে কোনও বিশেষ ব্যবস্থাও নেয়া হয় না, তা সহজেই অনুমেয়।

রফিকুল ইসলামের অভিযোগ, ‘অনেক বন্দি আছেন আয়নাঘরে থাকার মতো, যারা দিনের পর দিন সূর্যের আলো দেখেন না। তারা ভিটামিন ডি’র অভাবে ভোগেন। বেশিরভাগ কারাবন্দি নানারকম মানসিক নির্যাতনে কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com