আওয়ামী লীগের মিছিলে প্রকাশ্যে অস্ত্রের মহড়া
জেলার নান্দাইলে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মিছিলে প্রকাশ্যে শটগান হাতে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এনিয়ে আলোচনা সমালোচনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সর্বত্র।
রোববার (১২ নভেম্বর) দুপুরে নান্দাইল পৌর শহরে প্রধান সড়কে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত এক প্রতিবাদ মিছিলে এই অস্ত্র মহড়ার ঘটনা ঘটে।
এই মিছিলের অগ্রভাগেই বার বার শটগান হাতে নিয়ে মো. কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া করতে দেখা যায়।