চট্টগ্রামে ইভিএম ছিনিয়ে কেন্দ্রের বাইরে আনলেন যুবলীগ নেতা

0

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট ছিনিয়ে বাইরে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে (১৬ মার্চ) উপজেলার জ্যৈষ্ঠপুরা রমনীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঘটে এই ঘটনা।

যিনি ইভিএমের ব্যালট ইউনিটটি ছিনিয়ে নেন তার নাম নিমর্লেন্দু দে সুমন। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্রের ৫ নম্বর বুথে ঢুকে ইভিএমের ব্যালট ইউনিট ছিনিয়ে নেন তিনি। এরপর তা কেন্দ্রের বাইরে থাকা নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে নিয়ে যান। যদিও পরে তা প্রিজাইডিং অফিসারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরীকে আটক করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো নুরুল ইসলাম।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সজল দাশ বলেন, ওই প্যানেলটি নষ্ট ছিল। এই কেন্দ্রে প্রথম ইভিএমে ভোট হচ্ছে। তাই ভোটারদের দেখানোর জন্য বুথে রাখা হয়েছিল প্যানেলটি। প্যানেল বাইরে গেলো কীভাবে আমার জানা নেই। এটা বাইরে নিয়ে যাওয়া অপরাধ। সূত্র: জাগো নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com