পুতিনকে যে আহ্বান জানালেন নাভালনায়া
পুতিনের কঠোর সমালোচক আলেক্সি নাভালনির মেয়ে দাশা নাভালনায়া সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ এবং তার বাবাসহ দেশে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) ইরিন বার্নেটের সাথে সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। দাশা নাভালনায়া বলেন, আমাদের দুটি লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা লড়াই বন্ধ করব না। এসময় তার বাবার কথা উল্লেখ করে তিনি বলেন, বাবার শরীরের অবস্থা ভাল না, প্রায় ছয় মাস ধরে তিনি পরিবারের সাথে দেখা করতে পারছেন না। কখন কি হয় আমরা জানি না।
বাবার অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তাকে মুক্তি দেওয়া হোক। লেক্সি নাভালনিকে প্রতারণার দায়ে ৯ বছরের কারাদন্ড দিয়েছেন দেশটির একটি আদালত।