আ.লীগ সরকারকে বিদায় করতে না পারলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, মানুষ বাঁচবে না: মোশাররফ

0

আ.লীগ সরকারকে বিদায় করতে না পারলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, মানুষ বাঁচবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার ও তার নেতাকর্মীরা দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে।

শনিবার (৪ মার্চ) যাত্রাবাড়ীর ডেমরা রোডে থানা বিএনপির উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে পদযাত্রা-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এদেশের মানুষকে বাঁচাতে হলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, দ্রব্যমূল্য কমাতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। এদের বিদায় করতে না পারলে দেশের মানুষ বাঁচবে না।’

তিনি বলেন, ‘এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে কেন? কারণ তারা জানে, যদি জনগণ ভোট দিতে পারে তবে তাদেরকে টেনে গদি থেকে নামিয়ে দেবে। তাই তারা ২০১৮ সালের নির্বাচন দিনের ভোট রাতে করেছে। তারা এ-ও জানে জনগণ যদি দিনে ভোট দিতে পারে তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘এই অবৈধ সরকার ও তার নেতাকর্মীরা দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। মধ্যবিত্ত গরীব হয়ে গেছে, গরিব আরো গরিব হয়েছে। তারা দুই বেলা পেট ভরে ভাত খেতে পারে না। অতএব এই সরকার জনগণের সরকার না। জনগণের সরকার নয় বলেই এরা দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। এ সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। এই ধ্বংস হওয়া অর্থনীতিকে এরা মেরামত করতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘এই সরকারকে বিদায় করতে না পারলে দেশের সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এবং নির্বাচন হতে দেবো না। তাই যত দ্রুত এ সরকারের বিদায় করা যায়, ততই দেশের কল্যাণ। আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমাদের দাবি না মানলে দেশের জনগণ জানে, কিভাবে এদেরকে বিদায় করতে হয়।’

বিএনপি নেতাকর্মীদেরকে কঠোর আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। আগামী দিনেও এই সরকারের পতন করার জন্য যে আন্দোলন সংগ্রাম আসবে তার জন্য সবাই প্রস্তুত থাকবেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com