বৈঠক করলেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন

0

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর প্রথমবারের মতো সরাসরি বৈঠকে মিলিত হয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার ভারতের নয়া দিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের পার্শ্ববৈঠকে দুই কূটনীতিক মিলিত হন। ব্লিঙ্কেনের এক সফরসঙ্গীর বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।

ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা ও নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে রাশিয়া বাতিল করার মধ্যে বৈঠক করলেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্লিঙ্কেনের সফরসঙ্গী সিএনএনকে বলেছেন, ব্লিঙ্কেন ও ল্যাভরভ প্রায় দশ মিনিট কথা বলেছেন। এ সময় পল ওয়েলানকে মুক্তি দিতে এবং নিউ স্টার্ট চুক্তিতে ফিরে আসতে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের কথাও তিনি তুলে ধরেছেন।

সূত্রটি সিএনএনকে জানিয়েছে, বৈঠকটি ছিল অনির্ধারিত এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীই ল্যাভরভের সঙ্গে আলোচনায় এগিয়ে যান।

সর্বশেষ ব্লিঙ্কেন ও ল্যাভরভ বৈঠক করেছিলেন ইউক্রেন রুশ আক্রমণ শুরু হওয়ার আগে।

এর আগে জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠকে ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেন যুদ্ধ এই বৈঠককে অচল করে দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com