রাশিয়া ও চীনের আন্তরিকতা নিয়ে সন্দেহ ব্লিংকেনের
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়া ও চীনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বুধবার তিনি রাশিয়া-চীনের বিবৃতি অনুযায়ী তাদের পদক্ষেপের অভাবের কথা বলেছেন।
উজবেকিস্তান সফরে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, রাশিয়া যদি তার আগ্রাসন বন্ধে অর্থবহ কূটনীতিতে অংশ নিতে প্রস্তুত থাকে, তবে যুক্তরাষ্ট্র ওই প্রচেষ্টায় অংশ নেবে। ইউক্রেনের ভূখণ্ডের কিছু অংশের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয়ার যে দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করেছেন, তাতে প্রমাণিত হয় যে রাশিয়া এ পথে আগ্রহী নয়।
তিনি প্রশ্ন তুলেছেন, ‘রাশিয়া কি তার আগ্রাসন বন্ধ করতে এবং জাতিসঙ্ঘ সনদ ও এর মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ উপায়ে তা করতে সত্যিকার অর্থে প্রস্তুত কি না?’
তিনি আরো বলেন, ‘ইউক্রেনের জনগণের মতো জরুরি ভিত্তিতে শান্তি আর কেউ চায় না। তারা প্রতিদিনই রাশিয়ার আগ্রাসনের শিকার হচ্ছে। তবে প্রেসিডেন্ট পুতিন যদি চান তবে যুদ্ধ আগামীকাল এমনকি এখনই শেষ হতে পারে। কারণ এটি তিনিই শুরু করেছিলেন, তিনিই বন্ধ করতে পারেন।’
ব্লিংকেন বলেন, ‘চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে তাতে কিছু ইতিবাচক উপাদান রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজস্ব শান্তি পরিকল্পনার কিছু বিষয়ও আছে।’
সূত্র : ভয়েজ অব আমেরিকা