রাশিয়াকে অস্ত্র দিলে চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে: যুক্তরাষ্ট্র

0

ইউক্রেনে রুশ আক্রমণ নিয়ে চীনকে ফের হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। বলেছে, এই যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে চীনকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান সিএনএন এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ প্রোগ্রামে বলেন, ‘বেইজিং সামরিক সহায়তা করবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। কিন্তু তারা সে পথে হাঁটলে বাস্তবিক মূল্য দিতে হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত ১৯ ফেব্রুয়ারিতে সিবিএস নিউজকে বলেছিলেন, চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। আর নতুন তথ্যে জানা গেছে, বেইজিং প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে। রাশিয়াকে অস্ত্রগোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলে তখনই সতর্ক করেছিলেন ব্লিনকেন। এবার জেইক সালেভান ফের চীনকে হুঁশিয়ার করলেন।

ওয়াশিংটন ও এর ন্যাটো মিত্রদেশগুলো ইউক্রেন যুদ্ধে মস্কোকে চীনের কাছ থেকে সামরিক সহায়তা সরবরাহ ঠেকানোর চেষ্টা করছে। তবে চীন এখনো এ ধরনের সাহায্য দেয়ার পথে আগায়নি, আবার সরবরাহ করার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বলে এ সপ্তাহে এবিসি নিউজের ‘দিস উইক’ প্রোগ্রামে বলেছেন সালেভান। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মিত্র। চীন এখনো রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানায়নি। অতিসম্প্রতি গত শনিবার ভারতে জি-২০ সম্মেলনের যৌথ বিবৃতিতে রাশিয়ার আক্রমণের নিন্দারও বিরোধিতা করেছে চীন। ইউক্রেন সঙ্ঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা বলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে চীন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বর্ষপূর্তিতে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ দফা প্রস্তাব দিয়েছে, যাতে যুদ্ধবিরতি ও উত্তেজনা ক্রমেই হ্রাস করার কথা বিস্তৃতভাবে বলা হয়েছে। তবে চীনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত জর্জ টলেডো বলেন, চীনের নথিটি মোটেও শান্তি প্রস্তাবের নয়। সেখানে আগ্রাসনকারীর নাম বলা হয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। জার্মান প্রতিরক্ষামন্ত্রী দেশটির একটি পত্রিকায় বলেছেন, ‘আমি যখন খবর শুনি- জানি না সেটি সত্য কিনা- চীন রাশিয়াকে কামিকাজে ড্রোন সরবরাহ করতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com