ইউক্রেনের জন্য আরো ২০০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

0

যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০০ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে। রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর এক দিন আগে ওয়াশিংটন এমন ঘোষণা দিলো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ ইউক্রেনের জন্য আরো ২০০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে।’

তিনি প্যাকেজে প্রত্যাশিত অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

সুলিভান বলেন, ইউক্রেনের জয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিভাবে দেয়া যায়, সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা ক্রমাগত সিদ্ধান্ত নিচ্ছেন। এই সপ্তাহে কিয়েভে আকস্মিক সফরে সুলিভান প্রেসিডেন্ট বাইডেনের সাথে ছিলেন।

তিনি উল্লেখ করেন, কিয়েভ সফরকালে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন সাঁজোয়া যানসহ বিভিন্ন অস্ত্র দেয়ার কথা বলেন। এসব অস্ত্রের মধ্যে আরো কামান, গোলাবারুদ ও হিমার্স রয়েছে।

হিমার্স হলো যুক্তরাষ্ট্রের একটি বহুমাত্রিক রকেট সিস্টেম, যা ইউরোপীয় বাহিনী আগ্রাসন চালানো রুশদের বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে ব্যবহার হয়ে আসছে।

সূত্র : এএফপি/ বাসস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com