রাশিয়া ও ইউক্রেনকে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর আহ্বান চীনের

0

চীন শুক্রবার রাশিয়া ও ইউক্রেনকে যত দ্রুত সম্ভব, শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে। বেইজিং জোর দিয়ে বলেছে, সঙ্ঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা একেবারেই উচিত হবে না।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছরপূর্তি উপলক্ষে সঙ্কটের ‘রাজনৈতিক নিষ্পত্তি’ বিষয়ে একটি কাগজে চীন এমন মন্তব্য করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই কাগজে বলা হয়, ‘একই লক্ষ্য নিয়ে কাজ করার এবং যত দ্রুত সম্ভব সরাসরি সংলাপ ফের শুরু করার জন্য সকল পক্ষের রাশিয়া ও ইউক্রেনকে সহযোগিতা করা উচিত।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সঙ্ঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।

এক্ষেত্রে চীন শুধু পারমাণবিক অস্ত্রের ব্যবহারই নয়, সেগুলো মোতায়েনের হুমকিরও বিরোধিতা করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘পরমাণু অস্ত্র ব্যবহার এবং পারমাণবিক যুদ্ধ করা উচিত নয়। পারমাণবিক অস্ত্রের হুমকি বা ব্যবহারের বিরোধিতা করা উচিত।’

চীন বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে।

এতে আরো বলা হয়, ‘সঙ্ঘাতের পক্ষগুলোকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উচিত। বেসামরিক নাগরিক বা বেসামরিক স্থাপনাগুলোতে আক্রমণ এড়ানো উচিত।’

এ যুদ্ধে চীন কৌশলগত মিত্র রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নিজেকে একটি নিরপেক্ষ অবস্থানে ধরে রাখার চেষ্টা করছে।

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বুধবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে সাক্ষাত করেন।

ওয়াংয়ের সফরের পর মস্কো বলেছে, বেইজিং সঙ্ঘাতের ‘রাজনৈতিক নিষ্পত্তি’র পন্থা নিয়ে তাদের মতামত উপস্থাপন করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, তিনি চীনের কোনো শান্তি পরিকল্পনা দেখেননি এবং মূল্যায়ন করার আগে তাদের প্রস্তাব বিষয়ে বেইজিংয়ের সাথে বৈঠক করতে চান তিনি।

তিনি আরো বলেন, ‘তারা কি প্রস্তাব দেয়, সেটি খুটিনাটি দেখার পর আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে চীনের সাথে বৈঠক করতে চাই।’

সূত্র : এএফপি/বাসস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com