ধনকুবেরদের তালিকায় ক্রমশই নামছেন আদানি

0

ধনকুবেরদের তালিকায় ক্রমশই নামছেন গৌতম আদানি। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এ বার প্রথম ২৫ জনের বাইরে চলে গেলেন ভারতের ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত এই শিল্পপতি। আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন আদানির ‘অধঃপতনের’ বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের অনেকেই।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স জানাচ্ছে, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আদানির স্থান ২৯তম। মোট সম্পদের আনুমানিক মূল্য চার হাজার ২৭০ কোটি ডলার (প্রায় তিন লাখ ৫৩ হাজার কোটি টাকা)। গত ২৫ জানুয়ারি বিশ্বধনী তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন এই ভারতীয় ধনকুবের। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স বলছে, ওই দিন বিকেল ৫টার সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার (প্রায় নয় লাখ ৮৫ হাজার কোটি টাকা)।

এর পরেই প্রকাশিত হয় আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের ওই বিতর্কিত প্রতিবেদন। তাতে আদানিদের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে সংস্থাটি। যার জেরে শুরু হয় আদানিদের সংস্থাগুলোর শেয়ার দরের পতন।

তবে বুধবারে প্রকাশিত আমেরিকার ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’ তালিকা জানাচ্ছে, ধনী ব্যক্তিদের তালিকায় ২৬ নম্বরে রয়েছেন আদানি। ফোর্বসের হিসাবে তার মোট সম্পদের আনুমানিক মূল্য চার হাজার ৩৪০ কোটি ডলার (প্রায় তিন লাখ ৬০ হাজার কোটি টাকা)।

সূত্র : আনন্দবাজার

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com