দেড় কোটি টাকার সোনার বার ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
২০টি সোনার বার ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
মো. তৌফিক খান সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল জানান, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর টোলঘরের কাছে প্রায় দেড় কোটি টাকার ২০টি সোনার বার ছিনতাই হয়। এ ঘটনায় গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে স্বর্ণ ব্যবসায়ী রাসেল মিয়া একটি মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে রাতেই ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়ার তারা মিয়ার ছেলে রইচ মোল্যাকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার সন্ধ্যায় মো. তৌফিক খান সাদিদ নামে একজনকে বালিয়াকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।
বাংলানিউজ