‘ধুর ভোটই দেব না’

0

‘৬ বার আঙ্গুলের ছাপ দিছি মেলে না। মেরিল লাগাইলাম (পেট্রোলিয়াম জেলি) তাও মেলে না। ভোটই দেব না’। এভাবেই বলছিলেন শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা জাহানারা বেগম। তিনি আরো বলেন, ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) আনতে কয়। আমার কার্ড হারায় গেছে। এখন কই পাবো কার্ড। এমন আঙ্গুলের ছাপ মিলছে না অনেকেরই।

বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন কেউ কেউ। এনআইডি কার্ড যাদের সাথে ছিল তারা ভিন্ন উপায়ে ভোট দিতে পারলেও, সাথে কার্ড না নিয়ে আসায় ফিরে গেছেন বেশ কয়েকজন।
শুক্রাবাদ হাই স্কুল, ধানমন্ডি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানমন্ডি মডেল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, শুক্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ভোটারকে দেখা যায় অনেক। এছাড়াও এই ৫ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও কাউন্সিলর প্রার্থী মাহবুবার রহমান (ঘুড়ি) ছাড়া কারো পোলিং এজেন্ট নেই। ভোটারদের উপস্থিতি কম, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের ভিড় লেগে আছে সকাল থেকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com