তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এতে সমবেদনা জানিয়ে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ।
বুধবার এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে সরকার। এতে বৃহস্পতিবার শোক ঘোষণা করা হয়।
গেজেট অনুযায়ী, সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া ভূমিকম্পে মৃতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।
জানা গেছে, ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অনেকের মৃত্যু ও আহত হওয়ার পর উদ্ধারকাজে যোগ দিতে তুরস্কে দুটি দল পাঠিয়েছে বাংলাদেশ।
অ্যাসোসিয়েটস প্রেস (এপি) একটি প্রতিবেদনে বলেছে, বেঁচে যাওয়া লোকদের খুঁজে পাওয়ার আশা ছাড়লেও সম্প্রসারিত উদ্ধারকারী দল তুরস্ক এবং সিরিয়ায় রাতভর পরিশ্রম করেছে। বিপর্যয়কর ভূমিকম্পে ভেঙে পড়া হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান করছে তারা। এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার অতিক্রম করেছে।