তুরস্কের দক্ষিণাঞ্চল পরিদর্শনে যাচ্ছেন এরদোয়ান
মূলত ওই অঞ্চলই ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান প্রথমে কাহরামানমারাস শহরের কেন্দ্র এবং তারপরে পাজারসিক জেলা পরিদর্শন করবেন। পরে তিনি হাতায়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর সরকারের ব্যবস্থাপনায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ানটেপ। সেখানে বহু মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে। সেখানের বাসিন্দারা জানিয়েছে, প্রথম ১২ ঘণ্টায় কোনো উদ্ধারকারী দল পৌঁছেনি। তাছাড়া সোমবার বিকেলের দিকে যখন উদ্ধারকারীরা এসে পৌঁছায় তখন মাত্র কয়েক ঘণ্টা কাজ করতে পারে। এরপরই রাতের জন্য বিরতিতে যেতে হয় উদ্ধারকারীদের।
৬১ বছর বয়সী সেলাল ডেনিজ বলেন, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। তখন পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন হয়। ডেনিজের পরিবারের দুইজন ধ্বংসস্তূপে চাপা পড়েছে।
চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে তুরস্কে। কিন্তু এর মধ্যেই এলো ভয়াবহ ভূমিকম্পের খবর। ধারণা করা হচ্ছে, এই ইস্যুটি আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।