তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের ঘটনায় শোক প্রকাশ বিএনপির

0

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় সাড়ে ৪০০০। বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তুরস্ক-সিরিয়ার সরকার ও জনগণের সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের জনগণও এই ভয়াবহ বিপর্যয়ে সমব্যাথী।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ অনুযায়ী হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা রীতিমত ভয়ংকর। ভূমিকম্পে আঘাত হানা শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

শোকবার্তায় বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বলেন, আল্লাহ নিশ্চয়ই নিহতদের শহীদি মর্যাদা দান করবেন ও তাদের পরিবার-পরিজনকে এই শোক সহ্য করবার তৌফিক দান করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com